ena
maisha
bioMed
ব্রেকিং নিউজ

চাঁদ দেখা যায়নি : সৌদি আরবে কাল থেকে রমজান শুরু

ঢাকা, ১৬ মে, এবিনিউজ :

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ ১৭ মে দেশটিতে রোজা শুরু হচ্ছে।

গালফ নিউজ ও আরব নিউজের খবরে এ কথা জানানো হয়েছে। 

চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, খারাপ আবহাওয়া ও ধূলির কারণে আকাশে চাঁদ দেখা কঠিন ছিল। 

এখন বৈজ্ঞানিক বিভিন্ন প্রতিবেদন থেকে সৌদি আরবের হাইকোর্ট পবিত্র রমজানের প্রথম দিন নির্ধারণ করবে। তবে খবরে এও বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই রমজান শুরু হবে সৌদি আরবে। 

সাধারণত সৌদি আরবে চাঁদ দেখা দিলে তার পরের দিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সেই হিসাবে বাংলাদেশে আগামী শুক্রবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

হিজরি সনের রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে সারা বিশ্বের মুসলমানরা। মাসজুড়ে রোজা রাখার পর ঈদুল ফিতর উদযাপন করা হয়।

বিএন/সাদিক/জসিম