ena
maisha
bioMed
ব্রেকিং নিউজ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ময়মনসিংহ, ১৪ মে, এবিনিউজ : ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুর ও শিক্ষার্থীদের মারধরের ঘটনার বিচার দাবীতে আবারো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা ।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে শিক্ষার্থীরা চুরখাই বেলতলি এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে ।

অবরোধ স্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে । অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে ব্যাপক যানযট সৃষ্টি হয়েছে ।

উল্লেখ্য, গতকাল রবিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সাথে বালুবাহী ট্রাকের সংঘর্ষ ঘটে । এই ঘটনায় ট্রাক আটকিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়।

এর প্রতিবাদে পরিবহন শ্রমিক ও স্থানীয় এলাকাবাসী  চুরখাই এলাকার বেলতলি পয়ন্টে  উপস্থিত শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়।

এমন সময় বিশ্ববিদ্যালয়  শিক্ষকদের পরিবহন করা মাইক্রোবাসেও আক্রমন চালায় দুর্বিত্তরা। এসময় ফোকলোর বিভাগের বিভাগীয়  প্রধান সাইফুল ইসলাম সহ অন্তত ৪ জন শিক্ষক আহত হয়।

এর প্রতিবাদে সাধারন শিক্ষার্থীরা বেলতলি পয়েন্টের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ৪ ঘন্টার উপর অবরোধ করে রাখে।

অন্যদিকে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের বাইপাস সড়কের মোড় অবরোধ করে অন্য শিক্ষার্থীরা।

পরে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান আশ্বস্ত করলে শিক্ষাথীরা অবরোধ তুলে  ক্যাম্পাসে ফিরে যান।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/নির্মল