ena
maisha
bioMed
ব্রেকিং নিউজ

ইবির রোভার স্কাউট নেতৃবৃন্দের সাথে অধ্যাপকের মতবিনিময়

ইবি (কুষ্টয়া), ১৪ মে, এবিনিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রোভার স্কাউট অফিস পরিদর্শন ও এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন রয়েল ইউনির্ভাসিটি অব ভূটানের অধ্যাপক ড. সিগনি নামজয়েল।  

গতকাল রবিবার দুপুরে টিএসসিসির রোভার অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।  

ইসলামী বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের সিনিয়র রোভারমেট ও ইউনিট কাউন্সিলের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. অাবু তাহের এর সঞ্চালনায় ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শস্য ও উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম এস এ ফাকির, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মইনুল হোসেন, অধ্যাপক ড.মাকসুদ অালম প্রমুখ।  

মতবিনিময়কালে ড. সিগনি বলেন, 'রোভার স্কাউটের কার্যক্রম সারা বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দিতে হবে।  অার্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হলে রোভার স্কাউটের বিকল্প নেই।'  

এ সময় তিনি ভূটান ও বাংলাদেশের রোভার স্কাউটের মধ্যে সম্পর্ক অারও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।  

সভায় ইউনিট কাউন্সিলের (ভারপ্রাপ্ত) সভাপতি অাবু তাহের ইবি রোভার স্কাউটের যাবতীয় কার্যক্রম অতিথিদের সামনে তুলে ধরেন।

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/নির্মল