ena
maisha
bioMed
ব্রেকিং নিউজ

সোনালী ব্যাংকের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ

ঢাকা, ১৭ মে, এবিনিউজ : সোনালী ব্যাংক লিমিটেড এর অফিসার (ক্যাশ) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ মে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ২৩৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

ঢাকার তিনটি কেন্দ্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো- উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট এবং গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য-সচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ মোশাররফ হোসেন খান জানান, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে। কোনো মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টঘড়ি বা অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস পরীক্ষা হলে সাথে রাখা যাবে না।এবিএন/জনি/জসিম/জেডি